Minister মিনিস্টার এসির দাম নতুন মডেল ২০২৩ | Minister AC

Minister কোম্পানি বর্তমানে এসির জগতে একটি পরিচিত নাম। দেশীয় কোম্পানি হিসেবে মিনিস্টার অত্যন্ত সুনাম লাভ করেছে। মিনিস্টার এর তৈরিকৃত পন্যগুলো গুনে ও মানে অত্যন্ত ভালো হয়ে থাকে। এছাড়া এই পন্যগুলো দেশীয়ভাবে তৈরি হওয়ার জন্য এদের মূল্য অনেকটাই কম হয়। তাই সকল গ্রাহকদের কথা চিন্তা করেই মিনিস্টার কোম্পানি বিভিন্ন রেঞ্জের মধ্যে এসি তৈরি করে থাকেন। আপনার ঘরের আকার যদি বড় বা ছোট হয় তাহলে বড় ছোট আকারের এসি নিতে পারবেন।

Minister মিনিস্টার এসির দাম নতুন মডেল ২০২৩ | Minister AC

আমাদের এই আর্টিকেল থেকে আপনারা জানতে পারবেন মিনিস্টার এসির দাম। Minister এসির নতুন মডেল ২০২৩। মিনিস্টার ফ্রিজ এর যাবতীয় তথ্য। Minister AC New Model 2023

 

শীত বা গরম যেই সময়ের কথাই বলেন না কেন মানুষের নিত্যদিনের সঙ্গী এখন এসি। এসি যে শুধুমাত্র বাসা-বাড়িতে ব্যবহার হয় তা নয়, বর্তমানে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান এবং অফিস-আদালতেও এসির ব্যবহার বৃদ্ধি পেয়েছে।

 

দেশের অর্থনীতির উন্নয়নের সাথে সাথে মানুষের ক্রয় ক্ষমতাও বাড়ছে। তাই অনেকে এখন এসি কিনছেন। 

এসি যারা কিনছেন তাদের এসি কেনার আগে কিছু বিষয় সচেতন হতে হবে। প্রথমত বাড়ির ধরন বা আকার বুঝে এসি কেনা উচিত। যে রুমে এসি লাগবেন তাতে যদি জানালা থাকে তবে পছন্দ অনুসারে উইন্ডো এসি কিনে নিতে পারবেন। 



Minister কোম্পানি বর্তমানে এসির জগতে একটি পরিচিত নাম। দেশীয় কোম্পানি হিসেবে মিনিস্টার অত্যন্ত সুনাম লাভ করেছে। মিনিস্টার এর তৈরিকৃত পন্যগুলো গুনে ও মানে অত্যন্ত ভালো হয়ে থাকে। 

 

এছাড়া এই পন্যগুলো দেশীয়ভাবে তৈরি হওয়ার জন্য এদের মূল্য অনেকটাই কম হয়। তাই সকল গ্রাহকদের কথা চিন্তা করেই মিনিস্টার কোম্পানি বিভিন্ন রেঞ্জের মধ্যে এসি তৈরি করে থাকেন। আপনার ঘরের আকার যদি বড় বা ছোট হয় তাহলে বড় ছোট আকারের এসি নিতে পারবেন। 






আপনার ঘর ছোট, বড়, মাঝারি যেমনই হোক না কেন সব কিছুর সমাধান আপনি দেশীয় ব্যান্ড মিনিস্টার এর কাছে পাবেন সাশ্রয়ী মূল্যে। মিনিস্টার সব ধরনের সব সাইজের এসি উৎপাদন করে। 

 

যারা মিনিস্টার কোম্পানির এসি কিনতে আগ্রহী তারা খুব সহজে মিনিস্টার কোম্পানির এসি ক্রয় করতে পারবেন। আপনারা অনেকেই জানেন মিনিস্টার বাংলাদেশের একটি কোম্পানি এবং এই কোম্পানিতে বেশ কয়েকটি ইলেকট্রিক হোম এপ্লায়েন্স তৈরি করা হয়।

 

মিনিস্টার এসি তাদের সেবা প্রদানের মাধ্যমে ইতিমধ্যে সারা দেশব্যাপী ভালো পরিচিতি লাভ করেছে এবং তারা দেশের চাহিদা মিটিয়ে বিদেশে পণ্য রপ্তানি করছে। সবদিক থেকে বিবেচনা করে যদি আমরা মিনিস্টার কোম্পানির কথা বলি তাহলে তারা খুব ভালো মানের পণ্য তৈরি করছে। 



মিনিস্টার এসির দাম ২০২৩ (Minister AC price 2023 )

ব্রান্ড এর ওপর এসির দাম অনেকটা নির্ভর করে। বাজারে টন হিসেবে এসি পাওয়া যায় এবং যে ঘরে এসি লাগানো হবে তার আয়তনের ওপর নির্ভর করে এসি কিনতে হয়। এসির ক্ষমতা যাচাইয়ের পরেই প্রশ্ন আসে স্প্লিট নাকি উইন্ডো এসি ভালো হবে। উইন্ডো এসিতে আওয়াজ বেশি হয় বলে স্প্লিট এসিই সাধারনত সবার পছন্দ। এছাড়া স্প্লিট এসিতে ঘর বেশ দ্রুত ঠান্ডা হয়। 

 

মিনিস্টার ভালো মানের পণ্য তৈরি করে এবং দেশীয় বাজারে তাদের পণ্যের চাহিদা অনেক বেশি। সবথেকে বড় সুবিধা হলো আপনি যে কোনো ধরনের কিস্তিতে মিনিস্টার এসি কিনতে পারবেন। 

 

এছাড়াও এই কোম্পানির সম্পূর্ন দেশীয় বলে তারা অত্যন্ত সাশ্রয়ী মূল্যে পণ্য দেশের জনগণকে উপহার দিতে পারে। সকলের আর্থিক অবস্থা এক রকম নয় তাই কোম্পানিগুলো তার গ্রাহকদের আর্থিক কথা চিন্তা করে বিভিন্ন বাজেটের পণ্য তৈরি করে থাকে। 




Minister AC মডেল ২০২৩

 

অনেকেই শুধুমাত্র বর্ণনা দেখে কিছুই বুঝতে পারে না। আমরা যেহেতু আজকে মিনিস্টার এসির যাবতীয় তথ্য আপনাদের দেওয়ার চেষ্টা করছি তাই আমরা চেষ্টা করব এমন ভাবে তথ্য গুলো দিতে যাতে আপনারা কোনো সমস্যার সম্মুখীন না হন। 

 

মিনিস্টার 1 টন নন ইনভার্টার এসি (Minister 1 Ton Non Inverter AC)

যারা Minister কোম্পানির এসি কিনবেন বলে  আগ্রহ করছেন তারা  1 টনের এসি কিনতে পারেন। এক টনের এসিতে আপনি 80 থেকে 100 স্কয়ার ফিট জায়গা কাভারেজ পেয়ে যাবেন। 

এছাড়াও আপনি এই এসিতে কম্প্রেসার গ্যারান্টি পেয়ে যাবেন পাঁচ বছরের জন্য। এবং  অন্যান্য যন্ত্রাংশের ওয়ারেন্টি পাবিন তিন বছরের জন্য। এই তিন বছর সম্পূর্ণ হোম সার্ভিসের মাধ্যমে আপনি সুবিধা পাবেন। 

এই সুন্দর এসির দাম মিনিস্টার কোম্পানি নির্ধারন করেছে শুধুমাত্র 36 হাজার 990 টাকা। 

 

মিনিস্টার 1 টন ইনভার্টার এসি (Minister 1 Ton Inverter AC) 

যারা এসি কিনবেন ভাবছেন এবং এসি চালানোর ক্ষেত্রে কম বিদ্যুৎ খরচ করবেন বলে ভাবচেন তাদের জন্য মিনিস্টার কোম্পানি নিয়ে এসেছে 1 নন ইনভার্টার এসি। আপনি এই এসিতে পেয়ে যাবেন সর্বোচ্চ 60% বিদ্যুৎ সাশ্রয়ের সুবিধা। 

 

এছাড়াও এই এসিতে পেয়ে যাবেন 5 বছরের কম্পেসার গ্যারান্টি এবং 3 বছরের অন্যান্য যন্ত্রাংশের ওয়ারেন্টি। 

 

1 নন ইনভার্টার এসি আপনাকে কাভারেজ দেবে 80 থেকে 100 স্কয়ার ফিট জায়গা। ইনভার্টার যুক্ত এই এসি আপনি ক্রয় করতে পারবেন শুধুমাত্র 40 হাজার 190 টাকা দিয়ে। 

Minister কোম্পানির 1 নন ইনভার্টার এসি এখন পর্যন্ত সবথেকে বেশি বিক্রিত এসি। 

 

মিনিস্টার 1.5 টন নন ইনভার্টার এসি (Minister 1.5 Ton Non Inverter AC)

Minister কোম্পানি তাদের এসিন মধ্যে 1.5 টন নন এসি অত্যন্ত চমৎকারভাবে তৈরি করেছে। খুবই স্বল্পমূল্যে তারা এ দারুন এসি বাজারে নিয়ে এসেছে এবং তাদের এই এসির ডিজাইনটি ও খুব সুন্দর হয়েছে। 

 

মিনিস্টার 1.5 টন নন ইনভার্টার এসি আপনাকে সর্বোচ্চ কাভারেজ দেবে 120 থেকে 150 স্কয়ার ফিট জায়গা। এছাড়াও এই এসিতে পাচ্ছেন 5 বছরের কম্পেসার গ্যারান্টি এবং 3 বছরের অন্যান্য যন্ত্রাংশের ওপর ওয়ারেন্টি। 

 

এই যদি কোনো সমস্যায় পড়ে তাহলে মিনিস্টার কোম্পানির প্রতিনিধি আপনার বাসায় সরাসরি গিয়ে আপনার এসির সমস্যার সমাধার করে আসবে। এই এসির মূল্য নির্ধারন করা হয়েছে 52 হাজার 990 টাকা। 



মিনিস্টার 1.5 টন ইনভার্টার এসি (Minister 1.5 Ton Inverter AC)

বেশিরভাগ ইনভার্টার এসি গুলো সকলের পছন্দ হয়ে থাকে। এর কারণ হলো একবার খরচ করেই এসি ক্রয় করি, কিন্তু আমাদের কারেন্ট বিল প্রতি মাসেই দিতে হয়। 

অনেকের ক্ষেত্রে বিদ্যুৎ বিল অনেকটা বড় ব্যাপার তাই সকলেই চেষ্টা করেন কোন এসিতে বিদ্যুৎ বিল কম হবে সেই এসি কিনতে। আপনি যদি সেই হিসেব করে থাকেন তাহলে আপনি মিনিস্টারের 1.5 টন ইনভার্টার এসি ক্রয় করতে পারেন। 

এই এসি কিনলে আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন সর্বোচ্চ 60% পর্যন্ত। এই এসিতে পাচ্ছেন 5 বছরের কম্পেসার গ্যারান্টি এবং 3 বছরের অন্যান্য যন্ত্রাংশের ওপর ওয়ারেন্টি। 

মিনিস্টার 1.5 টন ইনভার্টার এসি কাভারেজ দিবে 120 থেকে 150 স্কয়ার ফিট জায়গা। এর বাজার মূল্য নির্ধারন করা হয়েছে 57 হাজার 990 টাকা। 

 

মিনিস্টার 2 টন নন ইনভার্টার এসি (Minister 2 Ton Non Inverter AC)

Minister যে এসি গুলো বাজারে এনেছে তার মধ্যে ভারী ওজনের এসি হলো 2 টন এসি। সাধারনত বিভিন্ন অফিস আদালতে এবং ব্যবসায়িক স্থানে 2 টনের এসি লাগানো হয়ে থাকে। আবার দেখা যায় মসজিদে 2 টনের এসি লাগানো হয়। 

মিনিস্টার কোম্পানি এই 2 টনের এসিতে দিচ্ছে  5 বছরের কম্পেসার গ্যারান্টি। এবং অন্যান্য যন্ত্রাংশের ওপর 3 বছরের ওয়ারেন্টি। 

 

মিনিস্টার 2 টন নন ইনভার্টার এসির বাজার মূল্য নির্ধারন করা হয়েছে 67 হাজার 990 টাকা। 



মিনিস্টার 2 টন ইনভার্টার এসি (Minister 2 Ton Inverter AC)

অন্যান্য এসি গুলোর মতো মিনিস্টার 2 টন ইনভার্টার এসির মধ্যেও পেয়ে যাবেন একই রকম ফিচার। যেহেতু এটি একটি ইনভার্টার এসি তাই আপনি বিদ্যুৎ সাশ্রয় করতে পারবেন। এবং আপনার কম্প্রেসার এর ওপর চাপ কমে যাওয়ায় কম্প্রেসার দীর্ঘস্থায়ী হবে। 

মিনিস্টার 2 টন ইনভার্টার এসির বাজার মূল্য নির্ধারন করা হয়েছে 72 হাজার 690 টাকা। 

 

মিনিস্টার এসি কিস্তিতে কিনার নিয়ম: (Buy Minister AC in Installment)

মিনিস্টার কিনতে হলে আপনাকে সরাসরি মিনিস্টারা শো-রুম বা ই-প্লাজায় যেতে হবে। তারপর তাদের সঙ্গে আলোচনা করবেন, যে আপনি তাদের থেকে কিস্তিতে এসি কিনতে চান। সেই সেলস ম্যানই আপনার সব ব্যবস্থা করে দিবে।

তবে এসি ক্রয় করার ক্ষেত্রে অবশ্যই আপনাকে ৪০% টাকা প্রথমে জমা দিতে হবে। এবং বাকি যে ৬০% টাকা সেটা পরবর্তীতে কিস্তির মাধ্যমে পরিশোধ করতে হবে। এসি কেনার সময় অনেক ক্ষেত্রে আপনাকে ডিসকাউন্টও প্রদান করতে পারে। 






আশা করি, মিনিস্টার এসি ক্রয় করার ক্ষেত্রে এই আর্টিকেলটি আপনার উপকারে আসবে। আমাদের এই আর্টিকেলটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টে এবং শেয়ার করবেন।