016 কোন সিম | 016 Ki SIM - ০১৬ কি সিম - 016 which operator

আমাদের মধ্যে অনেকের জানা নেই 016 কোন সিমের নাম্বার। 016 কি সিম বা 016 কোন সিমের নাম্বার আপনারা এই পোস্ট থেকে জানতে পরবেন। আরও জানতে পারবেন এয়ারটেল সিম (Airtel SIM) সম্পর্কে বিস্তারিত তথ্য।এয়ারটেল নাম্বার চেক করার কোড (Airtel Number Check Code), এয়ারটেল ব্যালেন্স চেক করার নিয়ম (Airtel Balance Check), এয়ারটেল সিমের মিনিট চেক করার কোড (Airtel Minute Check Code) সংশ্লিষ্ট তথ্য।

016 কোন সিম | 016 Ki SIM - ০১৬ কি সিম -   016 which operator

আজকের আর্টিকেলে থেকে আপনারা জানতে পারবেন 016 কোন সিম (016 which operator)016 কোন সিম এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে আজকের এই পোস্টে। 016 কোন সিম এর নাম্বার তা জানতে সম্পূর্ন পোস্টটি পড়ুন। 

 

বর্তমানে বাংলাদেশে অনেক সিম অপারেটর রয়েছে। প্রত্যেকটি সিম অপারেটরের শুরুতে তিনটি সংখ্যা ভিন্ন ভিন্ন হয়ে থাকে। অর্থাৎ, সিম এর প্রথম তিনটি সংখ্যা দেখলে বুঝা যায় এটি কোন সিমের নাম্বার। 



তেমনই আমাদের মধ্যে অনেকেই জানেন না 016 কোন সিমের নাম্বার016 কোন সিম বা 016 কোন সিমের নাম্বার আপনারা এই পোস্ট থেকে জানতে পরবেন। 

 

016 কোন সিমের নাম্বার। 016 which operator



016 হলো এয়ারটেল সিমের নাম্বার। এয়ারটেল সিমের নাম্বার সম্পর্কে অনেকেই জানেন না। তাই এয়ারটেল সিমের নাম্বার সম্পর্কে না জানার কারণে তারা নাম্বার এর শুরুতে 016 দেখলেই তাদের জানার আগ্রহ জাগে এটি কোন সিমের নাম্বার। 



এয়ারটেল সিমের সম্পর্কে অনেকের না জানার মূল কারণ হলো এই সিমটি এখনও সবার মাঝে বিস্তত হয় নি। 

 

বাংলাদেশের অন্যান্য অপারেটর গুলো পুরো দেশে ছড়িয়ে থাকলেও এয়ারটেল সেই দিক থেকে অনেক পিছিয়ে। তাই মানুষ নাম্বার এর শুরুতে 016 দেখলে জানতে চায় এটি  016 কোন সিমের নাম্বার। যদি কোনো নাম্বারের শুরুতে 016 থাকে তাহলে বুঝতে হবে এটি বাংলাদেশের এয়ারটেল সিমের নাম্বার (Airtel SIM Number)। 



এয়ারটেল সিম (Airtel SIM) সম্পর্কে বিস্তারিত তথ্য



Airtel হচ্ছে বাংলাদেশের রবি আজিয়াটা লিমিটেড (Robi Axiata Limited) পরিচালিত একটি ব্রান্ড বা পণ্য। বর্তমানে এটি রবি আজিয়াটা লিমিটেড লাইসেন্সের অধীনে চলছে। 



মালয়েশিয়া স্থাপন আজিয়াটা গ্রুপ এবং ভারতের এন্টাপ্রাইজ অফ ইন্ডিয়া ২৪ শে জানুয়ারি ২০১২ সালে বাংলাদেশের তাদের কার্যক্রম শুরু করার জন্য সম্মতি দেয়। এরপর ১৬ ই নভেম্বর ২০১৬ সালে এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এবং রবি আজিয়াটা লিমিটেড একত্রিত হয়। 




এয়ারটেল বাংলাদেশ লিমিটেড (Airtel Bangladesh Limited)এবং রবি আজিয়াটা লিমিটেড (Robi Axiata Limited) একত্রিত হওয়ার  কারণে এয়ারটেল আইনগত অধিকারে বিলুপ্ত হয়। এবং এয়াটেল গ্রাহকরা রবি আজিয়াটা লিমিটেড এর অধীনে পরিচালিত হয়ে থাকে। এয়ারটেল গ্রাহকেরা রবি নেটওয়ার্ক ব্যবহার করে থাকে। 



এয়ারটেল এবং মিলিত হওয়ার কারণ ছিল তারা দুইটি পণ্য মিলিত ভাবে শুধু রবি নামে চলবে। এবং দুই বছরের মধ্যে এয়ারটেল সিম বিলুপ্ত হবে। রবি এবং এয়ারটেল কোম্পানি দুইটি শুধুমাত্র রবি নামে চলবে। কিন্তু বর্তমানে এখনও এই নিয়ম চালু হয়নি। আমরা এখনও রবি এবং এয়ারটেল এর ভিন্ন ভিন্ন অ্যাড দেখতে পাই। 

 

এয়ারটেল নাম্বার চেক করার কোড (Airtel Number Check Code)



আপনারা যদি আপনাদের এয়ারটেল সিমের নাম্বার (Airtel SIM Number) দেখতে চান তাহলে *2# কোড ডায়াল করুন। *2# কোড ডায়াল করলে এয়ারটেল নাম্বার চেক করতে পারবেন। অর্থাৎ আপনার এয়ারটেল নাম্বারটি আপনি দেখতে পারবেন। 



এয়ারটেল ব্যালেন্স চেক করার নিয়ম (Airtel Balance Check)



আপনার এয়ারটেল সিম এর ব্যালেন্স চেক (Airtel Balance Check) করার জন্য আপনার মোবাইলের ডায়াল অপশনে গিয়ে *778# কোড ডায়াল করতে হবে। যখন আপনি আপনার মোবাইলে *778# ডায়াল করবেন তার কিছুক্ষণের মধ্যে আপনার এয়ারটেল সিমের ব্যালেন্স দেখতে পারবেন। 



এয়ারটেল সিমের মিনিট চেক করার কোড (Airtel Minute Check Code)



আপনি এয়ারটেলে মিনিট কিনিছেন কিন্তু কত মিনিট আছে সেটা চেক করতে পারছেন না। এয়ারটেল মিনিট চেক (Airtel Minute Check) করার কোড হলো *778*0#। আপনি আপনার মোবাইলে এয়ারটেল সিমে *778*0# কোড ডায়াল করার মাধ্যমে এয়ারটেল মিনিট (Airtel Minute) দেখতে পারবেন। 




এয়ারটেল মিনিট প্যাকেজ ২০২৩ (Airtel Minute Offer 2023)




এয়ারটেল মিনিট প্যাকেজ ২০২৩ সম্পর্কে অথবা নতুন আপডেট প্যাকেজ পেতে বিভিন্ন পোস্টে খুঁজে থাকেন। তাই আমরা আপনাদের জন্য এয়ারটেল এর নতুন আপডেট প্যাকেজ নিয়ে আজকের আর্টিকেলটি নিয়ে এসেছি। 



আপনি আপনার এয়ারটেল সিমের মিনিট প্যাকেজ (Minute Offer) সম্পর্কে জেনে তারপর সুবিধা নিতে পারবেন। তা না হলে সর্বোচ্চ ব্যয় করে আপনাকে আপনার সিমটি করতে হবে। তাই এয়ারটেলের প্যাকেজ মিনিট গুলো আপনাদের জানিয়ে দেওয়া হলো:



এয়ারটেল মিনিট প্যাকেজ ২০২৩ (Airtel Minute Check)



আপনি চাইলে দুই পদ্ধতিতে প্যাকেজ গ্রহন করতে পারেন। প্রথমত, নির্দিষ্ট একটি কোড ডায়াল করে আপনার মিনিট প্যাকেজ গ্রহন করতে পারেন। দ্বিতীয়ত, আপনি চাইলে রিচার্জ করে মিনিট প্যাকেজ গ্রহন করতে পারেন। 



আপনারা কোম্পানির শর্ত অনুযায়ী এয়ারটেল সিমের মিনিট প্যাকেজ (Airtel Minute Offer) গ্রহন করতে পারবেন। বর্তমান সময়ে অন্য কোম্পানির তুলনায় সবসময় সবচেয়ে বেশি সুবিধা গ্রাহকদের দিয়ে থাকে তা হচ্ছে এয়ারটেল। 



আপনি আপনার নতুন মিনিট প্যাকেজ স্বল্প ব্যয় কিভাবে গ্রহন করবেন তা উল্লেখ করা হলো:



এয়ারটেল ৮ টাকায় ১২ মিনিট। 

 

মেয়াদ: ১২ ঘন্টা।



এয়ারটেল ১৮ টাকায় ২৮ মিনিট।

 

মেয়াদ: ১২ ঘন্টা। 

 

এয়ারটেল ২৩ টাকায় ৩৫ মিনিট

 

মেয়াদ: ২ দিন।




এয়ারটেল সাপ্তাহিক মিনিট প্যাকেজ (Airtel Minute Offer)



এক্ষেত্রে আপনাকে অবশ্যই সাপ্তাহিক মিনিট প্যাকেজ (Minute Offer) গ্রহন করতে হবে। নিচে সাপ্তাহিক মিনিট প্যাকেজ এর নিয়ম তুলে হলো:



এয়ারটেল ৫৩ টাকায় ৮৫ মিনিট

 

মেয়াদ: ৭ দিন।

 

ডায়াল: *121*53#



এয়ারটেল ৯৩ টাকায় ১৫০ মিনিট

 

মেয়াদ: ৭ দিন।

 

ডায়াল: *121*93#




এয়ারটেল ৭৪ টাকায় ১১৫ মিনিট

 

মেয়াদ: ৭ দিন।

 

ডায়াল: *121*74#




এয়ারটেল মাসিক মিনিট প্যাকেজ (Airtel Minute Offer)



আপনারা যারা দীর্ঘ সময় কথা বলার জন্য বড় প্যাকেজ গ্রহণ করতে চান তাদের ক্ষেত্রে সর্বোচ্চ সুযোগ সুবিধা এয়ারটেল মাসিক মিনিট প্যাকেজ। আপনি যদি ১ মাস (৩০ দিন) এর জন্য মিনিট প্যাকেজ গ্রহন করতে চান তাহলে অবশ্যই আপনাকে মাসিক মিনিট প্যাকেজ গ্রহন করতে হবে। 



এয়ারটেল ৩১৫ টাকায় ৩১৫ মিনিট + ২০০ এসএমএস

 

মেয়াদ: ৩০ দিন। 



Airtel Bundle Pack

 

এয়ারটেল বান্ডেল প্যাকেজ (Airtel Bundle Offer)

 

এয়ারটেল সর্বনিন্ম প্যাকেজটি হলো ৮ টাকায় ১২ মিনিট। 

 

এয়ারটেল সর্বোচ্চ প্যাকেজটি হলো ৪৮৮  টাকায় ৮০ মিনিট। 



এয়ারটেল মিনিট বান্ডেল প্যাকেজ (Airtel Bundle Offer Mini Pack)




দাম

বিস্তারিত প্যাকেজ 

বৈধতা

কোড

৭৪ টাকা

115 মিনিট

7 দিন

*0*6#

৯৩ টাকা

150 মিনিট

7 দিন

*0*7#

৯৭ টাকা

160 মিনিট

7 দিন

*121*97#

৯৮ টাকা

1.5 GB, 50 মিনিট, 50 SMS

7 দিন

*123*098#

১০৭ টাকা

175 মিনিট

15 দিন

*123*0107#

১১৮ টাকা

190 মিনিট

10 দিন

*121*0118#

১৪৯ টাকা

235 মিনিট, 250 SMS, 1GB

30 দিন

*123*149#

১৯৮ টাকা

80 মিনিট,2 GB

30 দিন

*123*198#

১৯৯ টাকা

330 মিনিট

30 দিন

*121*0199#

২০৭ টাকা

340 মিনিট

30 দিন

*121*0207#

২২৮ টাকা

370 মিনিট, 800 SMS, 500MB 4G

30 দিন

রিচার্জ

২৭৮ টাকা

440 মিনিট, 1 GB

30 দিন

*123*278#




এয়ারটেল মিনিট বান্ডেল প্যাকেজ (Airtel Bundle Offer High Pack)




দাম

বিস্তারিত প্যাকেজ 

মেয়াদ

কোড

৩৪৯ টাকা

560 মিনিট, 1 GB

30 দিন

*123*349#

৪৮৮ টাকা

800 মিনিট

31 দিন

রিচার্জ

৪৯৯ টাকা

775 মিনিট, 3 GB

32 দিন

*123*499#

৫৭৪ টাকা

950 মিনিট, 800 SMS, 2 GB

33 দিন

*123*574#



এয়ারটেল অল মিনিট প্যাক প্যাকেজ ২০২৩ (Airtel All Minute Pack Offer 2023) শর্তাবলী

 

এয়ারটেল এর সমস্ত গ্রাহক এই মিনিট বান্ডেল প্যাকেজ গ্রহন করতে পারবে। 

 

আপনার অবশিষ্ট মিনিট ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*0#

 

এয়ারটেল ব্যালেন্স চেক করতে ডায়াল করুন *778*6#

 

অবশিষ্ট ডেটা ব্যালেন্স স্ট্যাটাস *8444*88#, অথবা *3# বোনাস চেকিং কোড *778*6666# 

 

সমস্ত মিনিটের বান্ডিল যে কোনো স্থানীয় নম্বর ব্যবহার করতে পারবে। 

 

সময়ের মধ্যে দিন এবং রাত ২৪ ঘন্ট একটি মিনিট ব্যবহার করা যাবে। 

 

এয়ারটেল কর্তৃপক্ষ যে কোনো সময় প্যাকেজ পরিবর্তন করতে পারবে। 

নির্বাচিত মূল্য সমস্ত ভ্যাট, এসডি অন্তর্ভুক্ত।