১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩
১০ হাজার টাকার মধ্যে মোবাইলগুলো আমাদের দেশে চাহিদা ব্যাপক। তাই আজকে আমরা আলোচনা করব ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ২০২৩ সম্পর্কে।

আজকের আর্টিকেলে আপনারা ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল কোন গুলো সে সম্পর্কে জানতে পারবেন।
আমাদের দেশে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন গুলোর চাহিদা ব্যাপক। এই চাহিদার কথা মাথায় রেখে ১০ হাজার টাকার মধ্যে রিয়েলমি, শাওমি, ওয়ালটন বেশ কিছু জনপ্রিয় স্মার্টফোন আমাদের অফার করছে। ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন সম্পর্কে চলুন জেনে নেওয়া যাক।
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল
আইটেল ভিশন ৫- itel Vision 5
আইটেলের ফোন গুলো কম বাজেটে অনেক ফিচারযুক্ত হয়। ফোনটির পারফর্মেন্সের ক্ষেত্রে একটি অক্টাকোরের প্রসেসর ব্যবহার করা হয়েছে, ফলে সাধারন হালকা কাজে কোনো সমস্যা হয় না। এই ফোনটি ভালো ব্যাটারি লাইফ দেওয়ার নিশ্চয়তা দিচ্ছে।
এই ফোনটিতে ৫০০০ মিরিএম্প ব্যাটারি এবং ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ফোনটি দেখতে স্টাইলিশ এবং পাতলা। সামনে রয়েছে ৬.৬ ইঞ্চির ওয়াটারড্রপ ডিসপ্লে। এছাড়াও পেয়ে যাবেন ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ। স্টোরেজ বাড়াতে মাইক্রোএসডি কার্ডের সুবিধাও রয়েছে।
সব থেকে আকর্ষনীয় ব্যাপার হচ্ছে, এতো কম বাজেটেই আপনি ফেস আনলক ও ফিঙ্গার প্রিন্টের সুবিধা পেয়ে যাচ্ছেন। পিছনে ৮ মেগাপিক্সেল এর ট্রিপল ক্যামেরা সেটআপ ও রয়েছে।
তাই ১০ হাজার টাকা বাজেটে ও বেশ ভালো ফিচার নিয়ে ফোনটি বেশ ভালো ফিচার নিয়ে এসেছে।
itel Vision 5 এর বাজার এর বাজার মূল্য: ৯৬৯০ টাকা।
স্যামসাং গ্যালাক্সি এ০৩ কোর-Samsung Galaxy Ao3 Core
যারা ১০ হাজার টাকার মধ্যে ভালো বাজেটের ফোন কিনতে চান তারা এই ফোনটি কিনতে পারেন। কম মূল্যে স্যামসাং এই ফোনটিতে বেশ কিছু ভালো ফিচার দিয়েছে।
ফোনটির সামনে রয়েছে ৬.৫ ইঞ্চির এলসিডি। পারফর্মেন্সের জন্য রয়েছে ইউনিসকের অক্টাকোর চিপ। একই সাথে গো এডিশনের অপারেটিং সিস্টেম থাকায় ফোনটি অনেক স্মুথ ভাবে কাজ চালায়। পিছনে ৮ মেগাফিক্সেলের একটি ক্যামেরা রয়েছে।
এছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারি থাকায় ফোনটি অনেক লম্বা সময় ধরে চালানো যায়। আপনার ফোনটির ডিজাইনটিও বেশ ভালো লাগবে। ফোনটিতে কোনো ফিঙ্গারপ্রিন্ট সুবিধা নেই। ফোনটিতে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ পাবেন এবং মাইক্রোইউএসবি ব্যবহার করা হয়েছে।
Samsung Galaxy Ao3 Core এর বাজার এর বাজার মূল্য : ৯,৯৯৯ টাকা।
রেডমি এ১- Redmi A1
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন, সুন্দর ও স্টাইলিশ দেখতে রেডমি এ১। ফোনটির ডিজাইন দেখতে অনেকটা প্রিমিয়ার ফোনের মতো মনে হবে। পেছনে চামড়ার মতো টেক্সচার ব্যবহার করা হয়েছে। পারফর্মেন্সের ক্ষেত্রেও পিছিয়ে নেই।
আছে মিডিয়াটেকের হেলিও এ২২ চিপ। সাথে ক্লিন অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন পাবেন। ফলে ইউআই বেশ স্মুথলি কাজ করে। ডিসপ্লেটিও বেশ উজ্জল ও ভালো কোয়ালিটির। পেছনে রয়েছে ডুয়াল ক্যামেরা, যার মেইন লেন্স ৮ মেগাপিক্সেল এর চলনসই ছবি ক্যাপচার করতে পারে।
তাছাড়া ৫০০০ মিলিএম্প ব্যাটারিও আছে। সব কিছু মিলিয়ে ফোনটি খুব ভালো স্পেক ও ডিজাইন দিচ্ছে ১০ হাজার টাকার মোবাইলে।
Redmi A1 এর বাজার এর বাজার মূল্য : ৯,৯৯৯ টাকা।
ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি- Infinix Smart 6 HD
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন: ১০ হাজার টাকা মোবাইল বাজেটেই বেশ ভালো মানের এলসিডি এইচডি প্লাস নিয়ে এসেছে ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি।
৬.৬ ইঞ্চির বেশ ভালো কোয়ারিটির ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এবং পারফর্মেন্সের ক্ষেত্রে ইউনিসকের একটি অক্টাকোর চিপ ব্যবহার করা হয়েছে এই ফোনে। অ্যান্ড্রয়েড লাইট ব্যবহার করায় কাজগুলো বেশ স্মুথলি করে ফেলা যায়। আরো রয়েছে ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ।
ব্যাটারি ৫০০০ মিলিএম্প ব্যবহার করায় সারাদিন ব্যাকাপ পেতে পারেন। এছাড়া ফোনে রয়েছে মাইক্রোএসডি স্লট, তবে আধুনিক ফোন হিসেবে চার্জিং পোর্ট এর মতো মাইক্রোইউ এসবি পোর্ট কিছুটা পুরানো দেওয়া হয়েছে।
সব মিলিয়ে কন্টেন্ট দেখবার জন্য ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন ইনফিনিক্স স্মার্ট ৬ এইচডি। এবং ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের ভ্যারিয়েন্ট পেয়ে যাবেন এই বাজেটে।
Infinix Smart 6 HD এর বাজার মূল্য: ৯,৪৯৯ টাকা।
ইনফিনিক্স হট ১০ প্লে- Infinix Hot 10 Play
কম বাজেটে ইনফিনিক্স হট ১০ প্লে আরেকটি বেশ ভালো ফোন। কম বাজেটেই ৩ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজের ফোন পেয়ে যাবেন। তাছাড়া রয়েছে হেলিও জি ২২৫ চিপ যা দাম হিসেবে বেশ ভালো। দৈনিন্দন কাজ গুলো বেশ ভালোভাবেই করতে পারবেন। সেই সাথে ফোনটিতে অ্যান্ড্রয়েড গো এডিশন থাকায় বেশ স্মুথ ভাবে চালানো যায়।
তাছাড়া ৬.৮২ ইঞ্চির বেশ বড় স্ক্রিন আছে এই ফোনটিতে। পেছনে রয়েছে ১৩ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা।
ফোনটির অন্যতম আকর্ষনীয় দিক হচ্ছে ৬০০০ মিলিএম্প ব্যাটারি। এত কম বাজেটে এত বড় ব্যাটারি অন্য ফোন গুলোতে পাবেন না। সারাদিন ভালো ভাবেই চালাতে পারবেন এই ফোনটি।
তবে এই ফোনে টাইপ সি পোর্ট দেওয়া হয় নি। মাইক্রোউএসবির মাধ্যমে চার্জ দিতে হবে। ফোনটিতে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে।
Infinix Hot 10 Play এর বাজার মূল্য: ৯,৯৯০ টাকা।
টেকনো পপ ৬ প্রো- Tecno Pop 6 pro
ফোনটি রেডমি এ১ এর সাথে সমানে পাল্লা দিতে পারবে লুক আর ডিজাইনের দিক থেকে। ফোনটির ডিজাইন বেশ নজরকারা। ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোনে এমন ডিজাইন কিছুটা অবাক করবে আপনাকে। সেই সাথে ফোনটিতে রয়েছে ৬.৫৬ ইঞ্চির উজ্জল এলসিডি ডিসপ্লে সামনে। পারফর্মেন্স দেওয়ার জন্য রয়েছে হেলিও এ২২ প্রসেসর। এতেও আছে অ্যান্ড্রয়েড ১২ গো এডিশন। যার ফলে ফোনটি ব্যবহার করতে খুব স্মুথ লাগে। তাছাড়া পেছনে সেটআপ রয়েছে ৮ মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা। এবং এই ফোনের ফিঙ্গারপ্রিন্ট সেন্সরও হচ্ছে টেকনো।
টেকনো পপ ৬ প্রো এই ফোনটিতে ব্যাটারি লাইফ নিয়েও কোনো চিন্তা নেই কারন এর ব্যাটারি ৫০০০ মিলিএম্প ব্যাটারি। এই ফোনটিতে পেয়ে যাবেন ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ ভ্যারিয়ান্ট। এবং মাইক্রো এসডি স্লট থাকায় স্টোরেজ বাড়িয়ে নেওয়ার সুবিধা রয়েছে।
Tecno Pop 6 pro এর বাজার মূল্য: ৯,৯৯৯ টাকা।
রিয়েলমি সি১১- Realme C11
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোনে থাকছে রিয়েলমি সি১১। অনেক কম্পিটিটিভ প্রাইসিং নিয়ে রেডমি ৯এ এর অধিকাংশ ফিচার প্রদান করছে ফোনটিতে।
৫০০০ মিলিএম্প ব্যাটারি, মিডিয়াটেক হেলিও জি৩৫, ১৩ মেগাপিক্সেল ক্যামেরাসহ বেশ কিছু সাদৃশ্য রয়েছে রিয়েলমি সি১১ ও রেডমি ৯এ এই ফোন দুইটির মাধ্যে।
রিয়েলমি সি১১ এর মূল আকর্ষন হচ্ছে এর ক্যামেরা। এই বাজেটে রিয়েলমি সি ১১ ফোনটি অফার করছে স্লো-মোশন ভিডিও রেকর্ডিং ফিচার। আরো রয়েছে মোবাইলটির ক্যামেরাতে নাইট মোড যা এই বাজেটে অনন্য।
Realme C11 এর বাজার মূল্য: ৮,৯৯০ টাকা।
ভিভো ওয়াই১এস- Vivo Y1s
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন গুলোর মধ্যে পেয়ে যাবেন ৬.২২ ইঞ্চির ভিভো ওয়াই১এস ফোনটি। ফোনটিতে রয়েছে ২ জিবি র্যাম ও ৩২ জিবি স্টোরেজ এবং ৪০৩০ মিলিএম্প ব্যাটারি।
ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক এর হেলিও এ৩৫ প্রসেসর। এবং রয়েছে ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৫ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।
Vivo Y1s এর বাজার মূল্য: ৮,৯৯০ টাকা।
ওয়ালটন প্রিমো এইচএম৫-Walton Primo HM5
Walton Primo HM5 এই ফোনটির দুইটি ভ্যারিয়েন্ট পাওয়া যাবে ১০ হাজার টাকা বাজেটের মধ্যে। এই ফোনটিতে রয়েছে ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি ইন্টারনাল স্টোরেজ প্রিমো এইপএম ৫।
এই ৩ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৮,৫৯৯ টাকা।
অন্যদিকে ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা। এই ফোনটিতে রয়েছে ৪,৯০০ মিলিএম্প এর বিশার ব্যাটারি। মিডিয়াটেক এর হেলিও এ২০ প্রসেসর দ্বারা চালিত ফোনটিতে রয়েছে, ১৩ মেগাপিক্সেল রিয়ার ক্যামেরা ও ৮ মেগাপিক্সেল সেল্ফি ক্যামেরা। ফোনটির ডিসপ্লেতে থাকছে ৬.১ ইঞ্চির নচযুক্ত এইচডি প্লাস ডিসপ্লে।
এই ৪ জিবি র্যাম ভ্যারিয়েন্টের দাম ৯,৪৯৯ টাকা।
ওয়ালটন আরএক্স৭ মিনি- Walton RX7 Mini
যদি কেউ ১০ হাজার টাকার মধ্যে ভালো মানের গেমিং ফোন খুজেঁ থাকেন তাহলে তার জন্য একমাত্র পছন্দ হবে ওয়ালটন আর এক্স৭ মিনি। এত কম বাজেটের মধ্যে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক এর শক্তিশালী প্রসেসর, হেলিং পি৬০ চিপসেট। আরো রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর, ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা।
Walton RX7 Mini ফোনটিতে আছে ৩ জিবি র্যাম ও ৩২ জিবি ইন্টারনাল স্টোরেজ। এই ফোনটিতে ব্যাটারি থাকছে ৩০০০ মিলিএম্প এর।
১০ হাজার টাকার মধ্যে শাওমি মোবাইল
Walton RX7 Mini এর বাজার মূল্য: ৯,৪৯৯ টাকা।
ইনফিনিক্স হট ৯প্লে-Infinix Hot 9 Play
আকর্ষনীয় ডিজাইন ও কম বাজেটের মধ্যে ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি র্যাম অফারের মাধ্যমে ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন এর তালিকায় শীর্ষস্থান দখল করে নিয়েছে Infinix Hot 9 Play ফোনটি।
ফোনটিতে রয়েছে ৬.৮২ ইঞ্চির বিশাল HD ডিসপ্লে। আরো রয়েছে ৬০০০ মিলিএম্প এর বিশাল ব্যাটারি, ১৩ মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের সেল্ফি ক্যামেরা। এই ফোনটি চলবে মিডিয়াটেক এর হেলিও এ২৫ প্রসেসর দ্বারা। এবং ফোনটির পেছনে রয়েছে ফিংগারপ্রিন্ট সেন্সর।
Infinix Hot 9 Play এর বাজার মূল্য: ৯,৯৯০ টাকা।
আজকের আর্টিকেলের মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করেছি ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ফোন কোন গুলো। ১০ হাজার টাকার মধ্যে আপনার পছন্দের মোবাইল ফোন কোনটি? অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন।
১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ vivo ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ oppo ১০ হাজার টাকার মধ্যে ভালো ফোন ২০২৩ ১০ হাজার টাকার মধ্যে স্যামসাং ফোন ১০ হাজার টাকার মধ্যে ভালো মোবাইল ২০২৩ ১০ হাজার টাকার মধ্যে শাওমি মোবাইল ২০২৩ ১০০০০ টাকার মধ্যে সেরা মোবাইল বাংলাদেশ ১০ হাজার টাকার মধ্যে ভিভো মোবাইল